যেই হাত আমায় ছেড়ে দিয়েছে বারবার,
আমি সেই হাত ধরতে চেয়েছি হাজারবার।
যেই হাতে হাত রাখবো বলে দেখেছি হাজার স্বপ্ন,
সেই হাতে’রি তৈরি পথে আমি দেখেছি এক বাস্তব দুঃস্বপ্ন।
তবু সেই হাত ধরার আশা আজো থেমে নেই…
আজো স্বপ্ন দেখে চলি সেই হাতের,
একটু আদরের,
একটু কোমলতার,
একটু ভালবাসার স্পর্শের,
যা হয়তো পাবো না কোনদিন।
তবু আমি থেমে নেই…
থেমে নেই আমার ভালবাসা…
থেমে নেই আমার অশ্রুধারা…
এনামুল খাঁন
জুলাই ১০, ২০১৩ইং