তুমি ঘড়ির কাটাই কাটাই ব্যস্ত।
আমি ভোঁর সকাল থেকে চেনা ঘাসের
শিশির দেখি।
এই বুঝি তুমি হৃদয় মাড়িয়ে হেঁটে যাবে,
কোমল তরু পায়ে।
এনামুল খাঁন
১৬ ফেব্রুয়ারি, ২০১৮ইং
তুমি ঘড়ির কাটাই কাটাই ব্যস্ত।
আমি ভোঁর সকাল থেকে চেনা ঘাসের
শিশির দেখি।
এই বুঝি তুমি হৃদয় মাড়িয়ে হেঁটে যাবে,
কোমল তরু পায়ে।
এনামুল খাঁন
১৬ ফেব্রুয়ারি, ২০১৮ইং