Site icon দ্বিপ্রহর ডট কম

অবশেষের প্রতীক্ষায় | এনামুল খাঁন

ক্ষণে ক্ষণে বৃষ্টি বইছে বাতাস, অভিমানী আকাশ তুমি অভিমানী আকাশ।

কানে কানে কতো কথা বলে যায় রয়ে যায় মনে সবই ক্ষয়ে যায় কাল।

এই অ-কালে প্রেমাতালে হয়েছি মাতাল তোমাতেই বৃত্ত বর্গ একেছি স-কাল।

দেখেছি চৈতালি সাজিয়েছি ফাল্গুনী রক্ত করবী হাতে দাড়িয়ে আছো বৈকালে।

বিন্ধু বিসার্গ ভাবিনী তো ক্ষিয়ী কাল মন্ত্র মগ্ধ হয়ে দেখেছি শুধু ঐ স-কাল।

 

এনামুল খাঁন

জুলাই ১১, ২০১৫ইং

Exit mobile version