Site icon দ্বিপ্রহর ডট কম

অকথ্য কথা

তুমি এই করছো ভালো
তোমায় চাইছি এলোমেলো।
তুমি এসো বুকের মাঝে
তোমায় রাখবো হৃদ কোমলে।
তুমি উষ্ণ বুকে সুখ শুষে থাকবে চিরকাল
তোমায় ভালোবেসে মরবো আমি অনন্তকাল।

Exit mobile version