Site icon দ্বিপ্রহর ডট কম

শব্দের প্রতিধ্বনি – আকছারুল ইসলাম

জীবন এখানে এলোমেলো এক শব্দ

হাওয়ায়-হাওয়ায় মিলিয়ে যাওয়া

বৈশাখী ঝড়ের তাণ্ডবে।

 

এই নদীতীরে গঙ্গার ভরাঘট

দেবমন্দির-‘কবর ভুমি’ শিবালয়

উপাসনার কেন্দ্রস্থল সবকিছুতেই-

এক জীবন-জীবন্ত একই জীবন।

 

এই ললনার মুখশ্রী তৃষিত হাঁসি

চন্দ্র মল্লিকার ঝরা পাপড়ি গুলো

খেয়ায় ভেসে আসা নীল দিগন্তের

পানসি মেঘের ভেলা -আর

আকাশ জুড়ে শুধু জীবন নামের

এক শব্দ, শুধু শব্দ, শুধু জীবন

শব্দ শব্দই জীবন।

 

দেহ মনে গাইবরে মাটির কানে কানে

শব্দ শুধু প্রতিধ্বনি -এক এক শব্দ-

আর শব্দই জীবন।

Exit mobile version