এই কি তোর সেই সজলতা? যাকে তুই হারিয়ে ফেলেছিস সময়ের স্রোতে? সেই সজলতা এখন শুয়ো পোকা থেকে প্রজাপতি আর তুই সেই চোখে ঝাপসা দেখা দূর গ্রামের দাড়িয়ে থাকা তালগাছটার মতো অপেক্ষাই করে গেলি। তোর বুঝি আর প্রজাপতি দেখা হবেনা তার চেয়ে কোন এক ঘাস ফড়িং -এর সাথেই না হয় জীবনের গোধূলিটা কাটিয়ে দে। কি আর হবে সজলতা সজলতা করে।
চল দুরন্ত ছেলের মতো ভর দুপুরে পুকুরে ঝপিয়ে পড়ি। বয়সটাকে নিয়ে যাই চল সেই ৪০ বছর পিছিয়ে, যেখানে সজলতা নেই আছে শুধু ১০ পায়সার রঙিন বাঁশি। যেটাতে কান্নার সুর বাজেনা বাজে শুধু ছেলে বেলার গান। যাবি?!