Site icon দ্বিপ্রহর ডট কম

অস্পৃশ্যা অন্তনীলা | এনামুল খান

জিততে তোমার মন যেতে হবে বৃত্তের বাইরে।
নগ্ন পায়ে তুমি চলছ আমার অঞ্চল দিয়ে।
দৃশ্যত তোমার যায় না দেখা, থাকো অন্তরালে।
তোমায় ছোঁয়া সে তো অবান্তর কথা।
তোমার কথার ঝুরি আমার কানে বাজে সারাবেলা।
তোমার শ্বাস-প্রশ্বাস আমার শিরায় উষ্ণতা।
তোমায় খুজে ফিরছি মন থেকে বনে।
চলে যাচ্ছি সেই বৃত্তের বাইরে।

২৪-০৪-২০১৪ইং

Exit mobile version