Site icon দ্বিপ্রহর ডট কম

‘মা’

তোমার আদরে বাদর হয়েছি, দুষ্টু হয়েছি অনেক।

কতো বকেছো কতো মেরেছো, তাড়িয়ে দিয়েছ বাড়ি থেকে।

সন্ধা কালে খুজে ফিরেছো, ফিরিনি যখন কোলে।

তোমার বলে বলতে শেখা, মাথা উঁচু করে বাঁচা।

হৃদয় ভরা ভালোবাসা তোমার, জগত জুড়ে আছে।

যতই দিয়েছি কষ্ট ব্যাথা, তুমি ততই দিয়েছ ভালোবাসা।

বড় আমি হয়নি মাগো, তোমার কোলের সেই ছোট্ট খোকায় আছি।

তুমি দোআ দিয়ে ভরিয়ে দিও আমার জীবন।

আমি তোমার পায়ে থাকবো লুটিয়ে আমরণ।

 

২৪/১১/২০১৩ ইং

Exit mobile version