Site icon দ্বিপ্রহর ডট কম

নারী | এনামুল খাঁন

নারী তুমি নরম নন্দিত নিরাশ নি-হৃদয়।
নারী তুমি ভোর সকালের পাখির ডাক।
নারী তুমি রং ধনুর সাতটি রং।
নারী তুমি জন্মধাত্রী এ ধরার।

নারী তুমি কি?
জানিয়েছো, কাও কে কখনো?, নাকি নিজেও জানো না।

২০১০, ০১ জানুয়ারি

Exit mobile version