Site icon দ্বিপ্রহর ডট কম

দুর্ঘটনার কবলে বিদ্যা বালান


বিদ্যা বালান
বিনোদন ডেস্ক : গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। আজ শুক্রবার মুম্বাইয়ের বান্দ্রার কাছাকাছি একটি স্থানে এ ঘটনা ঘটে। তবে এ অভিনেত্রী শারীরিকভাবে কোনো আঘাত পাননি বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদেন বলা হয়েছে, একটি মিটিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন বিদ্যা। এ সময় একটি গাড়ি এসে এ অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়। ফলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু অল্পের জন্য অঘাত থেকে বেঁচে গেছেন বিদ্যা বালান।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘তিনি সম্পূর্ণ ঠিক আছেন এবং কোনো প্রকার আঘাত পাননি। এটি একটি ছোট দুর্ঘটনা যার ফলে গাড়ির ক্ষতি হয়েছে তবে সৌভাগ্যক্রমে কেউ আঘাত পাননি।’

অভিনয়ের দিক থেকে বিদ্যার পরবর্তী সিনেমা তুমহারি সুলু। এতে একজন গৃহিণী ও রেডিও জকির ভূমিকায় দেখা যাবে তাকে। কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেনি। আগামী ২৪ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

Exit mobile version