নিজস্ব প্রতিবেদক, জাপান :
জাপানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআইজে) সভাপতি সাকুরা সাবেরকে সংগঠনটির আসন্ন বোর্ড অব ডিরেক্টর নির্বাচনের জন্য সদস্যদের সম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়।
রোববার সন্ধ্যায় রাজধানী টোকিও শহরের আকাবানের বিভিও হলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
এসময়
সভায় ভোটার তালিকা হালনাগাদ করে খুব শিগগির নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচনের তারিখ ঘোষণা করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি বিসিসিআইজর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তুলে ধরেন সংগঠনির সভাপতি সাকুরা সাবের। পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান।
সংগঠনের সভাপতি সাকুরা সাবেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলিমুল্লা কাজল
শহীদুর রহমান খান হিরো, সামছুল আলম ভুট্টো, অ্যালেন মাইকেল, নবিউল্যাহ নাছিব প্রমূখ।