কক্সবাজার প্রতিনিধি :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ ও পুনর্বাসনে কাজ করবে সেনাবাহিনী। এটাই সরকারের সিদ্ধান্ত।’
বুধবার সকালে কক্সবাজারের তারকা মানের হোটেল কক্স-টুডেতে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ত্রাণ গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘এখানে বিজিবির কিছু কাজ আছে, পুলিশের কিছু কাজ আছে; আবার সেনাবাহিনীরও কিছু কাজ আছে। এ নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে বৃহস্পতিবার একটি মিটিং রয়েছে। সেখানে যার যা কাজ থাকবে তা ঠিক করে নেওয়া হবে। তবে আমরা সবাই এক সঙ্গে সম্মিলিতভাবে কাজ করব।’
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া ত্রাণগুলো জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন মন্ত্রী।