1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
সেঞ্চুরি তুলে নিলেন আমলা | দ্বিপ্রহর ডট কম
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

সেঞ্চুরি তুলে নিলেন আমলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৮৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: পচেফস্ট্রুমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ২টায় মাঠে নেমেছে দুই দল।

স্কোর: দক্ষিণ আফ্রিকা ৩৫৫/১। (১০২ ওভার)। ব্যাটিং: হাশিম আমলা ১০০, ডিন এলগার ১৫৩।

আউট: আইডেন মার্করাম ৯৭।

আমলার ‘দ্বিতীয়’ সেঞ্চুরি: জিম্বাবুয়ে বাদে সবগুলো টেস্ট দলের বিপক্ষে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে হাশিম আমলার। বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালে করেছিলেন সেঞ্চুরি। নতুন করে সেই তালিকায় যোগ হল আরেকটি সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পেলেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি আমলার। প্রথম দিন ৬৮ রানে অপরাজিত ছিলেন। দিনের প্রথম ঘন্টায় তিন অঙ্কের ঘরে পৌঁছান। ১৪৩ বলে ১১ চার ও ১ ছক্কায় নিখুঁত ইনিংসটি সাজান আমলা।

এলগারের ক্যারিয়ার সেরা ইনিংস: মেহেদী হাসান মিরাজের বল লং অন দিয়ে হাওয়ায় ভাসিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে ১৪৭ থেকে ১৫৩ তে পৌঁছালেন ডিন এলগার। ক্যারিয়ারে প্রথমবারের মতো দেড়শ ছুঁলেন এলগার। এর আগে বাঁহাতি এ ব্যাটসম্যানের টেস্টে সর্বোচ্চ রান ছিল ১৪০। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি বছর ডুনেডিনে করেছিলেন এ রান।

তিনশ পেরিয়ে দক্ষিণ আফ্রিকা: মুস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারটি ছিল মেডেন। দ্বিতীয় ওভারে মিরাজের বল বাউন্ডারিতে পাঠিয়ে দলের রান ৩০২ এ নিয়ে যান ডিন এলগার।

কোথায় গিয়ে থামবে দক্ষিণ আফ্রিকা: উদ্বোধনী জুটিতে মার্করাম ও এলগার ১৯৬ রানের জুটি গড়ে। রান আউটে এ জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে স্বরূপে স্বাগতিক দল। সহজাত ব্যাটিংয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান হাশিম আমলা দ্রুত রান তুলছেন। তাকে সঙ্গ দিচ্ছেন সেঞ্চুরিয়ান এলগার।তাদের জুটি থেকে স্কোরবোর্ডে যোগ হয়েছে ১০২ রান। প্রশ্ন একটাই দক্ষিণ আফ্রিকার ইনিংস কোথায় গিয়ে থামবে?

চট্টগ্রামের রেকর্ড ভাঙবে পচেফস্ট্রুমে! ২০০৮ সালে বাংলাদেশ সফরে এসে স্বাগতিকদের নাকানিচুবানি খাইয়েছিল দক্ষিণ আফ্রিকা। গ্রায়েম স্মিথের দল চট্টগ্রামে প্রথম ইনিংসে করেছিল ৭ উইকেটে ৫৮৩ রান। ১৬১.১ ওভার বোলিং করেছিল বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে এটি প্রোটিয়াদের সর্বোচ্চ সংগ্রহ। চট্টগ্রামের রেকর্ড কি পচেফস্ট্রুমে ভাঙবে স্বাগতিক দল?

বিবর্ণ বোলিং বাংলাদেশের: টস জিতে মুশফিকুর রহিমের বোলিংয়ের সিদ্ধান্ত কে প্রথম দিন যথার্থ প্রমাণ করতে পারেননি বোলাররা। বেহিসেবী রান খরচের পাশাপাশি প্রতিরোধ হীন বোলিং! পচেফস্ট্রুমেবিবর্ণ মুস্তাফিজ, তাসকিন, মিরাজরা। বৃহস্পতিবার প্রথম দিন দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে। রান আউটে বাংলাদেশ পায় ১ উইকেট। সাত বোলার ব্যবহার করলেও কেউই উইকেটের স্বাদ পায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11