Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে স্বরলিপি কালচারাল অ্যাকাডেমীর ২৫ বছর উদযাপন

নিজস্ব প্রতিবেদক: জাপানে অবস্থিত বাংলাদেশিদের নিজেদের সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান স্বরলিপি কালচারাল অ্যাকাডেমীর ২৫ বছর উদযাপন হয়েছে।

এ উপলক্ষে রোববার সন্ধ্যায় টোকিওর নিশিগাহারা হলে এক জমকালো রজত জয়ন্তী পালন করে প্রতিষ্ঠানটি।

যেখানে নাচ, গান, ছড়াআবৃত্তি, কেীতুক ও অভিনয়সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা মুনশী খ. আজাদ দম্পত্তিকে আজীবন সম্মাননা দেওয়া হয়।

শেখ রানা বাদলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরলিপির অধ্যক্ষ হাকিম মো‘: নাসিরুল, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাসসহ জাপানে অবস্থিত কমিউনিটির প্রায় তিনশতাধিক লোকজন।

Exit mobile version