
নিজস্ব প্রতিবেদক: স্ত্রী সুষমা সেনকে নিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী মন্দিরে যান তিনি। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে আরও ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
তারা বিকেল ৫টা ৫৫ মিনিট পর্যন্ত সেখানে ছিলেন বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের ব্যবস্থাপক তপন ভট্টাচার্য। তিনি জানান, সস্ত্রীক প্রধান বিচারপতি মন্দিরে পূজা-অর্চনায় অংশ নেন। এরপর কার্যালয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হয়ে যান।
এর আগে অসুস্থতার কারণে একমাসের ছুটি নিয়ে বিশ্রামে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক।
বিকেল চারটা ৫ মিনিট থেকে ৩৯ মিনিট পর্যন্ত সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী বের হয়ে যাওয়ার পর সস্ত্রীক ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হন বিচারপতি সিনহা।