Site icon দ্বিপ্রহর ডট কম

‘মহাসড়কে ৬০ কিলোমিটারের নিচের গতির গাড়ি নয়’


নিজস্ব প্রতিবেদক

মহাসড়কে ৬০ কিলোমিটারের গতির নিচের যানবাহন চলাচল বন্ধ করার নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। নির্দেশনা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) মঙ্গলবার চিঠি দেয়া হয়েছে।

এতে স্বাক্ষর করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব মো. কামরুল আহসান।

চিঠিতে বলা হয়, হাইওয়েস অ্যাক্ট, ১৯২৫ এর অধীনে প্রণীত মহাসড়ক (নিরাপত্তা, সংরক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ বিধিমালা), ২০০১’ তে রয়েছে ‘মহাসড়কে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতি নেই এমন কোনো মোটরযান চালানো যাবে না। বিধানটি যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিতে নির্দেশ দেয়া হলো।

চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, মহাপুলিশ পরিদর্শক, হাইওয়ে রেঞ্জ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শককে দেয়া হয়েছে।

Exit mobile version