নিজস্ব প্রতিবেদক
৩৯তম বিসিএসের মাধ্যমে প্রায় ৫ হাজার ডাক্তার নেবে সরকার। এর মধ্যে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জেন্ট। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
বাংলাদেশ সরকারী কর্মকমিশন (পিএসসি) সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, সাম্প্রতিক কয়েকটি বিসিএস থেকে যে পরিমান চিকিৎসক নেওয়া হয়েছে, তার থেকে বেশি চিকিৎসক নিয়োগের জন্য ৩৯তম বিসিএস বিশেষভাবে নেওয়া হবে।
এ বিষয়ে সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমে জানান, ৩৯তম বিসিএস চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস হতে পারে। এ বিষয়ে আমরা কাজ করছি। প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগের বিষয়ে আলোচনা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।