Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে ঐক্যের ছাত্রলীগ দেখতে চায় কেন্দ্র

 

জাপান থেকে আব্দুল্লাহ আল মামুন: জাপানে নবগঠিত বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে পারস্পরিক একত্ববোধ দেখতে চায় কেন্দ্রীয় ছাত্রলীগ।

গতকাল রোববার টোকিওর আকাবানের বিভিও হলে বাংলাদেশ ছাত্রলীগ ( জাপান শাখা) আয়োজিত এক আলোচনা সভায় এমন মত প্রকাশ করেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি শাহাদাত হোসেন রাজন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান খান। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এস এম হাসান।

কেন্দ্রীয় নেতারা বলেন, জাপানে যে ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে তার পূর্ণাঙ্গ রূপ খুব শিগগির দেওয়া হবে। পাশাপাশি জাপান ছাত্রলীগ যাতে অন্য যেকোনো দেশের ছাত্রলীগের মডেল হতে পারে আমরা সে কামনা করবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের (জাপান শাখা) যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম। আরো উপস্থিত ছিলেন, যুবলীগের সভাপতি বিএম শাহজাহান, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক নুরুল আমিন রনি, মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক লাভলী মোস্তফা এবং কৃষকলীগের আহ্বায়ক সোহেল রানাসহ আরো অনেকে।

Exit mobile version