Site icon দ্বিপ্রহর ডট কম

বন্যার্তদের সাহায্যার্থে চ্যারিটি বাজার

জাপান থেকে, আব্দুল্লাহ আল মামুন: বাংলাদেশের বন্যা কবলিত এলাকার দু:স্থ, অসহায় নারীদের সাহায্যার্থে চ্যারিটি বাজারসহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নবগঠিত বাংলাদেশ ওমেনস অ্যাসোসিয়েশন জাপান (বিডব্লিউএজে)

শনিবার বিকেলে রাজধানীর টোকিওর উকিমা কুমিন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে।

চ্যারিটি বাজারের মূল আকর্ষণ হচ্ছেদেশিয় খাবার, পোশাক ও অলংকারের স্টলসহ র‌্যাফেল ড্রর ব্যবস্থা। যার পুরো অর্থ বন্যা কবলিত অসহায় মানুষদের মাঝে দেওয়া হবে।

অনুষ্ঠানের মাধ্যমে বিডব্লিউএজর কার‌্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, ইকোনোমিক মিনিস্টার ড. শাহিদা আক্তার ও মুন্সী রোকেয়া সুলতানা।

নির্বাহী পরিষদে আছেন, সংগঠনটির সভাপতি ঠাকুর জেসমিন সুলতানা কাকলি, সহসভাপতি রুমানা রউফ সোমা, সাধারণ সম্পাদক সুবর্ণা নন্দী রিমা, যুগ্ম সম্পাদক আসমা আক্তার পারভিন বন্নি প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নেও ছিলেন তারা।

উপস্থিত ছিলেন, জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর জিয়াউল হক, ব্যবসায়ী বাদল চাকলাদার, মো. সানাউল হক, বাংলাদেশ থেকে আগত সোনিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা এনায়েতুদ্দিন কায়সার খানসহ জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির প্রবাসীরা।

Exit mobile version