Site icon দ্বিপ্রহর ডট কম

অনুরণ

আপন আঁধারে ডুপছি আমি সমস্থ দিন একা।
তোমার আশার দিন গুনছি, তবুু আলোর পাইনা দেখা।
সিঙ্কধ কোমল হাঁসি মুখের আদর পাইনা এখন।
তোমার জন্য রেখেছি খুলে মনের জানলা সবই।
আউলা কেশে মিষ্টি হেঁসে এসো মনে ঘরে। 
ওষ্ঠ আধোর চুম্বনেতে আগমনী প্রজন্ম।

এসব নিয়েই ভাবছি ডুপছি হারাচ্ছি সব।
তবু, আঁধার কাটে না তো।
ওই স্মৃতি গুলোই রুমন্থিত হচ্ছে সারাক্ষণ।
আসবে কবে কালবৈশাখী উঠবে নতুন সূর্য।
স্মৃতি কে সব ছুড়ে ফেলে, বাঁচবো আমি দিব্য।…

 

এনামুল খাঁন

ডিসেম্বর ২৩, ২০১৪ইং

 

Exit mobile version