শুকনো গোলাপের পাপড়ি গুলো আজও মনের ভাজে গন্ধ বিলিয়ে যাচ্ছে।
সেই কবেই তোমার আমার ছন্দ ছিন্ন হয়ে গেছে।
ভিন্ন হয়ে গেছে তোমার আমার চলার পথ।
তোমার আমার বলার ভাষা আজ অন্য।
তোমার জন্য হন্যে হয়ে দুপুর রোদে ঘুরেছি কত।
দেখা পাবো বলে অপেক্ষার চোখে বেধেছি কালো কাপড়।
চৈত্রের দুপুরে তোমার চোখে মুখে পেয়েছি শীতলতা।
তোমার মোলায়েম হাঁসিতে ভুলেছি অপেক্ষার অন্যায় বহতা।
—অবনী, মনে পড়ে, তুমি অধর ছুঁয়ে বলেছিলে;”এ স্পর্শ কখনো মুছে যাবে না।”
আমি আজও অনুভব করি তুমি মিশে আছ আমার সমস্থ জুড়ে।
এনামুল খান
১৪ই ফেব্রুয়ারি ২০১৫