কখনোই বলিনি, ভেবেছিলাম বলবোও না কোনদিন। নিশ্চয় একদিন বুঝবে তুমি কতটা জুড়ে ছিলাম। যতটানা আমার সহ্য ক্ষমতা, তুমি তাঁর থেকেও বেশি কষ্ট আমাকে দিয়েছ। সমস্থ বেলা তোমার অগ্রাহ্য পেয়েছি। মানুষ একটা সময় ভাবে ভালোবাসার জন্য এতোটুকু সেক্রিফাইস করতে হয়। করতে হয় কারণ ওই মানুষটা দিকে তাকিয়েও তো আমার বেঁচে থাকা। ওকে ভালোবাসি বলেই তো এ পৃথিবীর সবকিছু এতো ভালো লাগে।
একটু একটু করে তোমার চলে যাওয়া দেখতে আর আমি পারছিনা। পারছিনা এদেহে প্রাণ রাখতে। রাখতে ইচ্ছে করছে তোমার তোমার পায়ের কাছে। হ্যাঁ, আমার একটা সময় মনেহয় যদি এ হৃদয় তোমার পায়ের কাছে রেখে নতজানু হয়ে থাকতে পারতাম সবসময়। তাহলে হয়তো তুমি থাকতে আমাকে জড়িয়ে। ভুলে যেতে চাইতে না। সমস্থ দিন একা বোকার মতো তোমার নিভৃতে চলে যাওয়া দেখতে হতো না।
বরুণা, অনেক তো হল
এবার না হয় মুখটা তোল
তীক্ষ্ণ চোখে চাইতে দাও নির্ভয়ে
নখের আঁচড়ে ছিন্ন করো না,
করো ঠোঁটের পরশে।
এই পৌষ শীতে চাইনা আমি রেশমের উষ্ণতা
চাইছি ও বুকের মাঝে কমল সুখের উষ্ণতা।
তোমার একটিবার ফিরে চাওয়া,
আমার হাজারবারের বেঁচে উঠা।
তোমার একটিবারের হাঁসি,
আমার সর্গ ছুড়ে ফেলা।
নিকোটিনের ত্রাসে হৃদয় ভরেছে বিষে
পারছি না আর থাকতে বিষে
তোমায় চাইছি নিজের মাঝে।
অনেক তো হল!
বরুণা, এবার না হয় মুখটা তোল।
জানি ইহা সত্য নহে। ঘটবে না ক্রান্তি কালে।
তুমি যাহা ছিলে সত্যি তাহাই ঠিক রবে।
…