কুয়াশা ঢাকা চাদরে
দু’হাত ভরা আদরে
আলসেমি কফি কাপে
চুমু দেবো তোর ঐ ঠোঁটে।
তারাগুলো গেল ভুল পথের দিক
ঘুম হারালো আমার দু’চোখ
চাঁদ দিশেহারা তোর ঐ চোখে
সুখ খুঁজে ফিরি নখের আঁচড়ে।
হাওয়া ফিরে যাবে দিন শেষে ঘরে
আলপিনে ভুল গুলো যাবে গেঁথে
আঙ্গুল ছুয়ে দিলে ভীরু আল্পনা কায়া
ইচ্ছে তাক সাজানো থাক জল’নূপুরে।
এনামুল খান
২০১৬/০১/৩০ইং