Site icon দ্বিপ্রহর ডট কম

বঙ্গবন্ধু ও বাংলাদেশকে ভালোবেসে জাপানী নাগরিক বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদে

বাংলাদেশ তথা বঙ্গবন্ধুকে ভালোবেসে নবগঠিত সংগঠন বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সঙ্গে যুক্ত হয়েছেন জাপানিজ নাগরিক মিয়ামা কুমিকো। তিনি সংগঠনটিতে বিশেষ উপদেষ্টা হিসেবে রয়েছেন।

মিয়ামা কুমিকো বলেন,আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি বাংলাদেশ তথা বঙ্গবন্ধুকে ভালোবেসে। সব সময় যেনো বাংলাদেশের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে পারি এই জন্য সবার সহযোগিতা কাম্য।

বিজয় দিবস ও নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ (জাপান শাখা)

রোববার সন্ধ্যায় রাজধানী টোকিওর আকাবানের বিভিও হলে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন।

বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল তরফদার, সিনিয়র সহসভাপতি রোজিনা জসীম, সহসভাপতি ফারুকুল ইসলাম লিটন, বিশেষ উপদেষ্টা মিয়ামা কুমিকো, উপদেষ্টা নূর নবী কিরণ, এমডি আলাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবগঠিত বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ যাতে জাতির জনকের আদর্শে গড়ে তুলতে পাারি এই জন্য একে অপরে কাজ করে যেতে হবে।

ইঞ্জিনিয়ার জসিম বলেন, গত ১৯ডিসেম্বর কমিটির অনুমোদন পাওয়ার পর আজ আমাদের প্রথম সভা। সবার উপস্থিতি আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে।

জুয়েল তরফদার বলেন, সবাই মিলে একসাথে কাজ করে আমাদের এই প্রাণের সংগঠনটিকে জাপানের এক নম্বর সংগঠনে পরিণত করবো।

রোজিনা জসিম বলেন, আমরা সবাই একসাথে কাজ করতে চাই এটাই আমাদের সবার চাওয়া।

জাপান, টোকিও/ ২৫ ডিসেম্বর২০১৭

 

Exit mobile version