Site icon দ্বিপ্রহর ডট কম

বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি, জাপান।

রোববার সন্ধ্যায় রাজধানী টোকিওর আকাবানের বিভিও হলে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভা শেষে শিশু কিশোররা নাচগান ছড়া ও আবৃত্তি সম্পাদনা করে।

সংগঠনটির সভাপতি ড. ,বি,এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জুয়েল আহসান কামরুলের উপস্থাপনায় বক্তব্য রাখেন, জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জোবায়েদ হোসেন, কাউন্সিলর জাকির হোসেন, সার্বজনীন পূজা কমিটির সভাপতি সুনীল রায়, মুক্তিযোদ্ধা শ্রী অজিত বড়ুয়া, সাংবাদিক কাজী ইহসান, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের সাধারণ সম্পাদক হোসেইন মুনীর, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদসহ অনেকে।

Exit mobile version