Site icon দ্বিপ্রহর ডট কম

চার বছরে ভারি তুষারপাতে টোকিওতে

বিগত চার বছরের মধ্যে সবচেয়ে ভারি তুষারপাত হয়েছে জাপানের রাজধানী টোকিও শহরে।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পযর‌্যন্ত দিনব্যাপী তুষারপাত হয়। এই জন্য টোকিওর আবহাওয়া অধিদপ্তর ২৩টা ওয়ার্ডে সতর্ক বার্তাও জারি করে। জাপানের অন্য অঞ্চলে ভারি তুষারপাত হলেও রাজধানী টোকিওতে এমন তুষারপাত বিগত চার বছরে দেখা যায়নি।

ভারি তুষারপাতে যান চলাচলে বিঘ্ন ঘটে। জানা গেছে, টোকিওর রেইনবো ব্রিজের কাছে ভারি তুষারপাতে ৫০টির অধিক গাড়ি আটকা পড়ে। এর আগে সড়ক অধিদপ্তরও লোকজনকে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে , কান্টো অঞ্চলে ১২ ঘণ্টায় ৬ সে.মি. থেকে শুরু হয়ে ৪০ সে.মি. পর‌্যন্ত তুষারপাত হয়েছে। টোকিওর ২৩ টি ওয়ার্ডে ৫ থেকে ১০ সেমি। ইয়ামানাসি প্রিফেকচারে ৩০থেকে ৫০ সেমি. কানাগাওয়া প্রিফেকচার এবং সায়তামার চচিবু জেলার হাকোনে এলাকার ২০ থেকে ৫০ সেমি পর‌্যন্ত তুষারপাত হয়েছে।

২২/০১/২০১৮, টোকিও, জাপান. আব্দুল্লাহ আল মামুন

Exit mobile version