Site icon দ্বিপ্রহর ডট কম

জঠর

তোমার হাতে তোমারী সৃষ্টি উল্লাসে তোমা উজ্জল দৃষ্টি
তোমারী পাশে শুয়ে আছে মরণের অনাসৃষ্টি।
দৃষ্টি তাহার উর্ধ পানে, ধংস যেথা রয়েছে ঝুলে
তোমারী হাতে, তোমারী সৃষ্টি ধংসের যত নিকটও দৃষ্টি।
মরণ যেথা কাঙ্গাল বেশে আসছে তেড়ে তোমারী পানে,
সেথা শক্ত কর হস্ত দুটো উর্ধ করো মস্ত
মাটি ফুড়ে, গগণ ছুয়ে দেখাও নব সৃষ্টি।
কৃর্তী তুমি, ভৃত তুমি, তুমিই আঁধারে আলোর বৃষ্টি
তোমার হাতে তোমারী সৃষ্টি উল্লাসে তোমা উজ্জল দৃষ্টি
তোমার দৃষ্টিতেই হয়েছি আমি সৃষ্টি।

এনামুল খাঁন

ডিসেম্বর ১২, ২০১৪ইং

Exit mobile version