নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জাপান বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ।
বুধবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনটি।
সংগঠনের পক্ষে ছিলেন সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল তরফদার। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো:জহির উদ্দিন মবু , সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ আরো অন্যান্য নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রচেষ্টা ও উদ্দীপনায় প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় বলে জানা গেছে। সবার শতস্ফুর্ত উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান। ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন বাংলাদেশ আওয়ামীলীগ জাপানের সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এবং সভাপতি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জাপান ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।
১০ জানুয়ারি, ২০১৮