Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জাপান শাখা ছাত্রলীগ।

রোববার সন্ধ্যায় রাজধানী টোকিওর আকাবানে বিভিও হলে এক আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে করে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি এস এম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাপান আওয়ামীলীগের আহ্বায়ক সামসুল আলম ভুট্টু, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম, যুবলীগের সভাপতি বিএম শাহজাহান, সাধারণ সম্পাদক মির হোসেন মিলন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল আমিন রনি, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আজাদ, মহিলালীগের সভাপতি লাভলী মোস্তফা, কৃষকলীগের সভাপতি সোহেল রানা, পেশাজীবি পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক জুয়েল তরফদারসহ জাপান ছাত্রলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সামসুল আলম ভুট্টু বলেন, প্রত্যেক সংগঠনেরই কিছু কিছু সমস্যা থাকে, এই সমস্যাগুলো সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধান করবেন। কারো প্ররোচণায় কোনো পদক্ষেপ নেবেন না। মনে রাখবেন আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে রাজনীতি করেন। সুতরা প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই পা বাড়াবেন। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখবেন।

 

Exit mobile version