জাপানে সরস্বতী পূজা উদযাপন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেছে নবগঠিত পূজা উদযাপন পরিষদ জাপান।
সোমবার রাজধানী টোকিওতে পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়।
সকালে পূজা আরম্ভ হয়ে দিনব্যাপী প্রসাদ বিতরণ করা হয়। এসময় বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে অঞ্জলি প্রদান করেন।
দিনব্যাপী পরিষদের সভাপতি খোকন কুমার নন্দী এবং সাধারণ সম্পাদক পংকজ কুমার দাস ভক্তদের অভ্যর্থনা জানান।
পূজা শেষে খোকন কুমার নন্দী বলেন, নতুন কমিটি গঠনের পর আজকে পূজা উদযাপনের মধ্য দিয়ে জাপানের মাটিতে আমাদের মন্দির নির্মাণের কার্যক্রম শুরু হলো। আশা করি খুব শিগগির আমরা মন্দির নির্মাণের কাজ শুরু করতে পারবো। আমাদের সহযোগিতার জন্য নেপালের কিছু মানুষ আছে। পাশাপাশি বাংলাদেশি সবার সহযোগিতা কামনা করছি।
একই সময় পরিষদের সাধারণ সম্পাদক পংকজ কুমার দাস সরস্বতী পূজায় শুভ্র তুষার পাতের মধ্য দিয়েও যাহারা অংশগ্রহন করে সফল করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
২২/০১/২০১৮, টোকিও জাপান, আব্দুল্লাহ আল মামুন