নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জাপান স্বেচ্ছাসেবক লীগ।
রোববার সন্ধ্যায় রাজধানী টোকিওর আকাবানে এ আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি নুরুল আলম রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান আওয়ামীলীগের আহ্বায়ক সামসুল আলম ভুট্টু, বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুম এবং যুবলীগের সভাপতি বিএম শাহজাহান। আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মির হোসেন মিলন, মহিলালীগের সভাপতি লাভলী মোস্তফা, কৃষকলীগের সভাপতি সোহেল রানা, ছাত্রলীগের সভাপতি এস এম হাসানসহ জাপান আওয়ামীলীগের নেতা–কর্মীরা।
আব্দুল্লাহ আল মামুন