Site icon দ্বিপ্রহর ডট কম

অধর আধার

সহস্র শতাব্দী আগে একবার মিলেছিল অধর কৃষ্ণ কালো রাতে।

আজ আলো এসেছে মিলেছে সকল চাওয়া।
আসনি তুমি, তোমার আঁধার ছেড়ে।
ভসনি তুমি তোমার সকল ভুলে।

আমি সকলি ভুলেছি। ছেড়েছি সব অভ্যাস।
আঁধার ছেড়েছি। আলোই হাঁটছি। শূন্য চারিপাশ।

হন্যে হয়ে খুঁজছি তোমায়। চাইছি সে আঁধার।
যে আঁধারে অধর ছুঁয়ে মানুষ করেছে আমায়।

এনামুল খন

ফেব্রয়ারিত ২, ২০১৫ইং

 

Exit mobile version