Site icon দ্বিপ্রহর ডট কম

কাকে খেলো।

ভুল কবির অসব্য নোংরা কাব্য,
কাকে খেলো।

ভুল ছবি ছুটে এলো স্মৃতি বলে,
কাকে খেলো।

ভুল দেখা সজল চোখে ছলনা,
কাকে খেলো।

ভুল ডাকে পত্রের মিতালী,
কাকে খেলো।

ভুল বলা সময়ের কথোপকথন,
কাকে খেলো।

ভুল অনুরাগে জেগে উঠা সংরাগ,
কাকে খেলো।

ভুল ফোঁটা গোলাপের অসমাপ্ত গল্প,
কাকে খেলো।

ভুল অভিমানে অনুরাগ,
কাকে খেলো।

ভুল অনুযোগ ফিরিয়ে নেওয়ার আবেদন,
কাকে খেলো।

ভুল চাঁদের সাক্ষী পত্র,
কাকে খেলো।

কাকে খেলো ভুল কবির নষ্ট গোলে যাওয়া লাশটা!

এনামুল খাঁন

২২ ফেব্রুয়ারী, ২০১৮ইং

Exit mobile version