Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে স্বস্থানী ব্রত পূজা উদযাপন

জাপানে স্বস্থানী ব্রত পূজা উদযাপন করেছে নবগঠিত পূজা উদযাপন পরিষদ জাপান।

বুধবার রাজধানী টোকিওর শিনঅকুবোতে এই পূজা উদযাপন করা হয়।

সাধারণত মহিলারা তাদের পরিবারের সুস্থ্য ও সফলতার জন্য এই পূজা পালন করে থাকে। ভগবান শ্রী সুস্থানীর নৈকট্য লাভের আশায় তার ভক্তরা পুরো পৌষ জুড়ে পূজা করা হয়।

জাপানে প্রথমবারের মতো আয়োজিত এ পূজায় অংশগ্রহণ করে বাংলাদেশ, নেপাল ও ভারতের মেয়েরা। এই জন্য পূজা উদযাপন পরিষদ তাদের পূজা আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে বলে মনে করেন।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি খোকন কুমার নন্দী এবং সাধারণ সম্পাদক পংকজ কুমার দাস।

০২/০২/২০১৮, টোকিও জাপান,

Exit mobile version