1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
মিঠা মামুনের “নিশ্বাসে শব্দ ভাসে“ | দ্বিপ্রহর ডট কম
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

মিঠা মামুনের “নিশ্বাসে শব্দ ভাসে“

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৯৬৪ বার পঠিত

মিঠা মামুনের দ্বিতীয় কাব্যগ্রন্থ্য “নিশ্বাসে শব্দ ভাসে“ বইটির মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

গত ২০ ফেব্রুয়ারি বুধবার বঙ্গভবনে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

মামুনের বলেন,

শব্দেরা উঠে আসো মুখে

নীরবে নিভৃতে থাকার দিন আজ নয়।

এখনি তোমার জেগে উঠার মোক্ষ সময়”।

কবি মিঠা মামুন এভাবেই শব্দের কাছে আহ্বান রাখেন নীরবতা ভেঙে জেগে ওঠার জন্য। বাংলা ভাষার প্রশস্ত স্রোতে নতুন নতুন যে সব জলধারা এসে পুষ্টি যোগাচ্ছে, সেই নবীন প্রজন্মের শব্দপ্রপাতের অন্যতম সদস্য মিঠা মামুন। শব্দের প্রতিভাষে কবি শুধু নিজেকে খোঁজেন না, তিনি সন্ধান করেন সমকালের সমস্ত যন্ত্রণার, ভাবীকালের মোহনায় উত্তরণযাত্রার। মিঠা মামুন তাই প্রার্থনা করেন

শব্দ তুমি উঠে আসো মানুষের মুখে মুখে

তোমার স্পর্শে বেঁচে থাকুক আগামী”।

যৌবন এক প্রবল উদগীরণ কাল। সে একইসাথে তুফান তুলতে চায় হাওয়ায়, আবার নিজেকে নি:শেষ করে দিতে চায় ভালবাসার বেদীতে। তার অপাপবিদ্ধ চোখে প্রেম আর বিদ্রোহ মিশে যায় বেঁচে থাকার অনিবার্যতা হিসাবে। কবি মিঠা মামুনও তাই বলে ওঠেন –

যে মানুষটার মুখে প্রতিধ্বনিত হয়

মানুষ হওয়া কঠিন, প্রেমিক হওয়া সহজ

সেই উষ্কখুষ্ক চুলের লোকটাকে অনেকেই পাগল ভাবে ।

আমি বলি সত্যান্বেষী”।

স্রোতের উলটো পিঠে ভাসতে চাইবার স্পর্ধাই তো যৌবন। তাই কবি স্বচ্ছন্দে উচ্চারণ করেন –

মানুষ হতে হলে ফুল ছেঁড়ার নেশা থাকতে নেই।

বুকের তিমিরে থাকতে হয় জ্যোৎস্নার উৎসব”।

মানুষের ঘনিষ্ঠ জীবন মানে তো শুধুই পদযাত্রা এক ঘাট থেকে অন্য ঘাটে, এক বিশ্বাস থেকে অন্যতর বিশ্বাসে। সেই যাত্রাই মানুষকে পোড়ায়, আবার শুদ্ধতর করে। মিঠা মামুনও সেই যাত্রায় অভিলাষী –

সম্মুখে যার দৃষ্টি

তাকে কেউ আটকাতে পারেনা।

বিশ্বাসী চোখ

অন্ধকারে খুঁজে পায় আলোর পথ”।

আলোকের অভিমুখে যাত্রার এই গূঢ় আকাঙখাই শব্দের চলাচলকে মায়াময় করে তুলেছে। প্রতি মুহূর্তে ঠিকড়ে উঠছে একেকটা আলোকদ্যূতির বিচ্ছুরণ। আলোকবিলাসের সেই চিরন্তন কামনার সামনে কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা নেই। কারণ মানুষ মানেই পথিক, পথিক মানেই মানুষ। মামুন বলছেন

পথিক হতে বয়স লাগে না

মানুষ হতে বয়স লাগে না

মানুষ হতে গেলে পথিক হতে হয়”।

শব্দের মিছিল দুই মলাটের মধ্যে নিজেকে আটকে রাখে, আবার ছড়িয়ে দেয় বসন্তের বাতাসে। কবি মিঠা মামুনেরও কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে একুশের বইমেলায়। বইটি স্বচক্ষে দেখবার সুযোগ এখনো হয়নি; তবে কয়েকটি কবিতা পড়বার সৌভাগ্য হয়েছে। যে কোনো সৃষ্টিশীল মানুষেরই ক্রমিক পরিণতি হয়। চরম গন্তব্যের পথে প্রতিটা মোড়, প্রতিটা বাঁকও খুব গুরুত্বপূর্ণ। তাদের এড়িয়ে কেউই পৌঁছতে পারে না ঠিকানায়। কবিকে অনুভব করতে হলে এই যাতায়াতের সন্ধানও খুব জরুরি।

কবি মিঠা মামুনের দ্বিতীয় কাব্যগ্রন্থ্য “নিশ্বাসে শব্দ ভাসে“ বইটি একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে শব্দশৈলী প্রকাশনীতে।

স্টল নং ১৪৫১৪৮

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11