প্রতিটি মানুষ প্রতিটি মানুষের জন্য উদাহরণ। এজন মানুষকে দেখেই আরেক জন মানুষ শিখবে ভালো খারাপ সব। চোখের সামনে যা দেখবে তাই শিখবে। আমার সবাই বলি; ভালোটা গ্রহণ করো, খারাপটা পরিহার করো। কিন্তু কয় জন সেটা করতে পারি? ভালো খারাপ প্রতিটি মানুষকেই ছুঁয়ে যায়। আজ আমি যদি খুব ভালো কাজ করি, কাল আমার জন্য খারাপ কাজটি অপেক্ষা করবে। ভালো খারাপ নিয়েই আমি মানুষ। আমাকে ভালোটাও করতে হবে, খারাপটাও করতে হবে। আমি যদি শুধু ভালো কাজ গুলা করি, দেখা যাবে আমার জন্য অন্য একজন ভালো হতে পারবে না। কারণ ভালো খারাপ প্রতিটি মানুষের জন্য নির্ধারিত। তাই আমার মনে হয় ভালো হতে হলে আগে খারাপটা হতে হবে। নৈলে আমি ভালো মূল্য বুঝতে পারবো না।
…