Site icon দ্বিপ্রহর ডট কম

গাড়ি আমদানিকারক ও জাপান বনিক সমিতির যৌথ সভা

বাংলাদেশের পরিবহণ সংকট মোকাবেলায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভ্যাহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাথে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপানের (বিসিসিঅাইজে) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী টোকিওর কামেইদোর এক রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ থেকে আগত বারভিডা‘র প্রতিনিধিদের কাছে জাপানে অবস্থিত গাড়ি রপ্তানিকারকরা বাংলাদেশে গাড়ি রপ্তানিতে বিভিন্ন সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তা তুলে ধরেন। জাপান থেকে হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে জোর তাগিদ দেওয়া হয়। পাশাপাশি বারভিডা‘র সভাপতি মো. হাবিব উল্লাহ ডনের কাছে বিভিন্ন প্রশ্ন রাখেন জাপানে অবস্থিত ব্যবসায়ীরা।

এসময় বারভিডা‘র সভাপতি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রশ্নাত্তর করেন। পাশাপাশি গাড়ি আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের সততা অবলম্বন করার কথা বলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিসিসিআইজে‘র সভাপতি বাদল চাকলাদার, সাধারণ সম্পাদক নসরুল হামিদ, বারভিডা‘র সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানসহ বাংলাদেশ আগত ব্যবসায়ী এবং জাপানে অবস্থিত ব্যবসায়ীরা।

২৮/০৩/২০১৮/টোকিও, জাপান/ আব্দুল্লাহ আল মামুন

Exit mobile version