Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানে কুমিল্লা সোসাইটির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: জাপানের রাজধানী টোকিওতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা সোসাইটি, জাপান।

রোববার বিকেলে রাজধানীর তাকিনোগায়া বুনকা সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করে এই সামাজিক সংগঠনটি।

এতে দলমত নির্বিশেষে বাংলাদেশি প্রায় ছয় শতাধিক মানুষ অংশগ্রহণ করে। শতস্ফুর্ত এ আয়োজনে সবাই উপস্থিত হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশিদের বন্ধন আরো শক্তিশালী করেছে বলে মনে করেন সংগঠনটির সভাপতি মো. সিরাজুল হক।

তিনি বলেন, সবাই শতস্ফুর্ত অংশগ্রহণ করে আমাদের যে সহযোগিতা করেছেন এই জন্য অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে কুমিল্লাবাসীকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন এ আশা করি।

ইফতার মাহফিলের পাঁচশত লোকের আয়োজন ছিল কিন্তু ছয় শতাধিক লোকের সমাগম হওয়ায় অনেককে বাইরে দাঁড়িয়ে ইফতার করতে দেখা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. লুতফর রহমান শিপারসহ বাংলাদেশি কমিউনিটির আরো অনেকে।

Exit mobile version