Site icon দ্বিপ্রহর ডট কম

জাপানের টোকিওতে দক্ষিণ বাংলার ইফতার মাহফিল

 

জাপানের টোকিওতে ইফতার মাহফিলের আয়োজন করেছে দক্ষিণ বাংলা।

রোববার ওজি হক্তপিয়া হলে এ ইফতার মাহফিলের আয়োজন করে দক্ষিণ বাংলার তিন সোসাইটি একসঙ্গে।

ইফতার মাহফিলে প্রায় সাত শতাধিক লোকের সমাগম হয়। ধারণা করা হচ্ছে এটিই জাপানের মাটিতে বাংলাদেশিদের সর্ববৃহত ইফতার মাহফিল।

এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা কমিউনিটি, জাপানের দায়িত্বপ্রাপ্ত জাকির জোয়ারদার এবং জিএম মনি ঠাকুর, বৃহত্তর বরিশাল সোসাইটির সভাপতি শেখ মনজুর মোরশেদ, সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক ফিরোজ মোল্লাসহ বাংলাদেশ কমিউনিটির আরো অনেকে।

আব্দুল্লাহ আল মামুন/জাপান, টোকিও/১১ জুন, ২০১৮

Exit mobile version