জাপানের রাজধানী টোকিওতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাপান আওয়ামীলীগ আহ্বায়ক কমিটি।
রোববার বিকেলে আকাবানের বিভিও হলে এ ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
এতে সার্বিক সহযোগিতা করেছে জাপান যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ এবং জাপান ছাত্রলীগ।
এতে দলমত নির্বিশেষে বাংলাদেশি প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করে। শতস্ফুর্ত এ আয়োজনে সবাই উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান সংগঠনটির আহ্বায়ক সামসুল আলম ভুট্টু। এসময় তিনি জাপানে বসবাসরত সবাইকে দেশের জন্য এবং দেশের সুনাম ধরে রাখার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি দলের ভেতর কোন্দল সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুমসহ বাংলাদেশি কমিউনিটির আরো অনেকে।
আব্দুল্লাহ আল মামুন/জাপান, টোকিও/ ৩ জুন, ২০১৮