Site icon দ্বিপ্রহর ডট কম

তাকে যত তাড়াই দূরে দূরে

তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
তাকে আমি হারাই দূরে দূরে

যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে
তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
তাকে আমি হারাই দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে

আজ কাল বা পরশু
যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মতো আমার ছায়ায়
আজ কাল বা পরশু
যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মতো আমার ছায়ায়

ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভর দুপুরে একলা রাতে অন্যমন
ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভর দুপুরে একলা রাতে অন্যমন

সে অবুঝ খেয়ালি
সে ভীষণ একাকী
আবেগ সবই তার তো ফাঁকি
সে অবুঝ খেয়ালি
সে ভীষণ একাকী
আবেগ সবই তার তো ফাঁকি
এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল বিছানায় সে ফিরবে পাশ।

মহিনের ঘোরাগুলি

Exit mobile version