বাংলাদেশি ও জাপানীজ গণমাধ্যম ও মিডিয়া ব্যাক্তিত্বদের নিয়ে পথ চলা শুরু করেছে জাপান-বাংলাদেশ প্রেস ক্লাবের (জেবিপিসি)।
রোববার বিকেলে টোকিওর একটি হলে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক গোলাম মাসুম জিকুর সঞ্চালনায় এক সাধারণ সভার আয়োজন করে সংগঠনটি।
কলামিস্ট ও সাংবাদিক প্রবীর বিকাশ সরকারকে সভাপতি এবং লেখক ও সাংবাদিক পিআর প্ল্যাসিডকে সাধারণ সম্পাদক করে ১৭ জন কার্যকরী সদস্য বিশিষ্ট এই ক্লাবের শুভ যাত্রা শুরু হয়। এছাড়া চারজন উপদেষ্টাদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, ড. আরশাদ উল্ল্যাহ, অজিত কুমার বড়ুয়া এবং এম এ ওয়াদুদ।
এই কমিটি আগামী ২ বছরের জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে।
জাপান-বাংলাদেশ গণমাধ্যম ও মিডিয়া ক্ষেত্রে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আশা প্রকাশ করেছে কমিটির উপদেষ্টারা।
কমিটির কার্যকরী সদস্যরা হচ্ছেন,
সভাপতিঃ প্রবীর বিকাশ সরকার
সিনিয়র সহ-সভাপতিঃ মাসুদুর রহমান
সহ-সভাপতিঃ জেড এম আবু সিনা
সাধারণ সম্পাদকঃ পি আর প্ল্যাসিড
যুগ্ম সাধারণ সম্পাদকঃ ইসলাম রাশেদুল
সাংগঠনিক সম্পাদকঃ গোলাম মাসুম জিকো
যুগ্ম সাংগঠনিক সম্পাদকঃ মো: শওকত হোসেন
অর্থ সম্পাদকঃ আশরাফুল ইসলাম শেলী
প্রচার ও মিডিয়া সম্পাদকঃ আবদুল্লাহ আল মামুন
সাংস্কৃতিক সম্পাদকঃ হোসাইন মোহাম্মদ সোলায়মান (সালমান)
কার্যকরী পরিষদ সদস্যঃ
নিয়াজ আহমেদ জুয়েল
জালাল জাবেদ
মাসুম জাকির
এমডি এখলাসুর রহমান
এমডি আবুল মনসুর চৌধুরী জুয়েল
আরিফুল হক চৌধুরী জুয়েল
আব্দুল্লাহ আল মামুন/জাপান, টোকিও/৩০ সেপ্টেম্বর, ২০১৮