এই ধরণের প্লট নিয়ে সিনেমা দেখেছি আগেও। বিভিন্নরা বিভিন্ন ভাবে দেখিয়েছি। কিন্তু পার্থ চক্রবর্তী একটু অন্য ভাবেই দেখালেন। ঢক করে গিলে ফেলা সম্ভব না। চোখ জল গড়িয়েও পড়ে না। কিন্তু মনের কোথাও একটা দাগ কেটে যায়, ছাপ ফেলে যায়।
এই সিনেমার অভিনয়ের জন্য পরমব্রত হয়তো ন্যাশনাল এওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখেন। পরম সব সময়ই সাধারণ স্বাভাবিক সরল অভিনয় করে। কিন্তু এখানে যেন এক অন্য মাত্রাই নিয়ে গেছে। সমান্তরালের সরলতাকে।
এদিকে ঋদ্ধিও অসাধারণ অভিনয় করে। তাঁকে নিয়ে তেমন কি আর বলার আছে। তার যোগ্যতার ঝুলিতে ইতিমধ্যে বিশেষ বিশেষ সম্মানের পুরষ্কার তুলে নিয়েছে।
সবাইকে দেখার অনুরোধ করবো। কারণ যে বিষয় নিয়ে সিনেমাটা সেটা বাস্তবতা আমরা জানি। খুব ভালো করেই জানি। সেই নোংড়া বাস্তবতার জন্য আমরা সব থেকে বেশি দায়ী। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে পারিনা। জেনারালাইজ করে ফেলি। সবাইকে সমান্তরাল ভাবে দেখতে না শিখতে পারলে আমরা কিসের মানুষ। গলা তুলে চেচাই যতই মানুষের মনুষ্যত্বই যদি আমাদের না থেকে। সবা মানুষ কে সে যেমনই হোক না কেন; ছেলে মেয়ে কিংবা অন্য কিছু। সবাই কেই সমান সম্মানের সাথে দেখতে হবে।
ডাউনলোডঃ https://www.youtube.com/watch?v=MEviaUVPezQ
…