টোকিও শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কাজ শুরু করল নবগঠিত জাপান-বাংলাদেশ প্রেস ক্লাব।
রোববার সকালে শহীদ মিনারের পাদদেশ থেকে প্রথম প্রেস ট্যুরের পথে রওনা হয় ক্লাবের সদস্যরা। যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু‘র অস্থিভস্ম রক্ষিত রয়েছে। পাশাপাশি জাপান সরকার তার একটি ভাস্কর্যও নির্মাণ করেন। সুভাষ বোস এর দেহঅবাশেষ ও প্রতিকৃতি সম্বলিত রেনকোজি বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন।
নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেখানে ক্লাবের সাধারণ সম্পাদক পি আর প্ল্যাসিডের উপস্থাপনায় ক্লাবের সভাপতি প্রবির বিকাশ সরকার সুভাষ বোস ও জাপান সম্পর্কের উপর এক বিশেষ আলোচনা করেন। সংক্ষিপ্ত আলোচনা করেন ড. আরশাদ উল্লাহ। প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন সদস্যরা।
দিনব্যাপী এই আয়োজনের সমন্বয়ক ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক গোলাম মাসুম জিকো। সেসময় প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক এমডি শওকত হোসেন, এখলাসুর রহমানসহ প্রবাসি সাংবাদিক ও লেখকরা উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল মামুন/২২ এপ্রিল, ২০১৮/টোকিও