1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
টোকিওর বাংলাদেশ দূতাবাসে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত | দ্বিপ্রহর ডট কম
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

টোকিওর বাংলাদেশ দূতাবাসে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ৯২৬ বার পঠিত

টোকিওর বাংলাদেশ দূতাবাসে জাপান ও বাংলাদেশের দু‘জন শিল্পিকে গুণীজন সংবর্ধনা দিয়েছে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

শুক্রবার (২ নভেম্বর ২০১৮) সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবর্ধনা দেন রাষ্ট্রদূত।

বাংলাদেশের ড. কাজী গিয়াস উদ্দিনকে – “দ্যা অর্ডার অফ রাইজিং সান, গোল্ড, এন্ড সিল্ভার রেইস” এবং জাপানের মাতসুশিরো হরিগুচিকে -“ দ্যা অর্ডার অফ স্যাক্রেড ট্রেজার, গোল্ড রেইস উইথ নেক রিবন” অ্যাওয়ার্ড পাওয়ায় তাঁদের এই  সংবর্ধনা দেওয়া হয়।

কাজী গিয়াস উদ্দিন জাপান ও বাংলাদেশের একজন স্বনামধন্য চিত্রশিল্পী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে ফাইন আর্টসে স্নাতক ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরে জাপান সরকারের বৃত্তি নিয়ে টোকিও ইউনিভার্সিটি অফ আর্টস অ্যান্ড মিউজিক থেকে সম্মান সূচক  পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করেন। ফ্রিল্যান্সার শিল্পী হিসাবে জাপানে কাজ শুরু করলেও ক্রমেই তিনি জাপানে সুপরিচিত শিল্পী হিসাবে খ্যাতি অর্জন করেন। তাঁর শিল্পকর্ম জাপান -বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করতে অনবদ্য অবদান রাখায় ১৪০ জন বিদেশির মধ্যে একমাত্র বাংলাদেশি হিসাবে এই সম্মাননা লাভ করেন। তিনি জাপানে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ও জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি মাতসুশিরো হরিগুচি জাপানের একজন পেশাদার কূটনীতিক ছিলেন। তিনি টোকিও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। কূটনীতিক হিসাবে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছেন। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি একটি বইও লিখেন। বাংলাদেশের বন্ধু এই ব্যক্তি এখন দু’দেশের সম্পর্ক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। জনসেবায় অসামান্য অবদান রাখায় তাঁকে  “দ্যা অর্ডার অফ স্যাক্রেড ট্রেজার, গোল্ড রেইস উইথ নেক রিবন” অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতে পদক প্রাপ্ত গুণীজনদ্বয়কে শুভেচ্ছা জানান এবং দূতাবাস কর্তৃক প্রদত্ত সংবর্ধনা গ্রহণ করায় তাঁদের ধন্যবাদ জানান। জাপান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তাঁদের এই সম্মান প্রাপ্তিতে আমরাও সমান ভাবে গর্বিত। রাষ্ট্রদূত তাঁদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে গুনীজন ও তাঁদের পরিবারের সদস্যগণ ছাড়াও, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, জাইকা,  সুশীল সমাজের প্রতিনিধি, সম্মানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন এলহাম নুসরাত নন্দিতা।

আব্দুল্লাহ আল মামুন/০৩ নভেম্বর, ২০১৮/টোকিও

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11