বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, জাপান।
রোববার বিলেলে রাজধানী টোকিওর একটি হলে বিজয়ের নাচ-গান-আবৃত্তি এবং শিশুদের যেমন খুশি তেমন সাজো‘র মধ্য দিয়ে দিনটি পালন করে তারা।
সংগঠনটির সভাপতি লাভলী মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিষ্টার শাহিদা আক্তার। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন অব্যাহত রেখেছেন। তাই আপনারাও জাপানে থেকে বাংলাদেশের জন্য কাজ করুন। দেশের ভাবমূর্তি উজ্জল করুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রথম সচিব বেলাল হোসেন।
এসময় উপস্থিত অন্যান্য বক্তারাও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নেীকায় ভোট চান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাপান আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য মোতালেব আয়ুবাস প্রিন্স, সদস্য মো. আলাউদ্দিন, লাজু হাসান লাজু, যুবলীগের সাধারণ সম্পাদক মির হোসেন মিলন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল আমিন রনি, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, কৃষকলীগের সভাপতি সোহেল রানা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ আরো অনেকে।
আব্দুল্লাহ আল মামুন/২৩ ডিসেম্বর, ২০১৮/টোকিও, জাপান