বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাপান ছাত্রলীগ।
রবিবার রাজধানী টোকিওর একটি হলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংগঠনটি।
সভার আলোচ্যসূচির মধ্যে আরও ছিলো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা ও আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। জাপান ছাত্রলীগের সভাপতি এস.এম. হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও জাপানের বিশিষ্ট ব্যবসায়ী রোমানা হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাউদকান্দি শহীদ নজরুল কলেজের সাবেক জি. এস. বশির আহমেদ।
সভায় জাতীয় সংগীতের পর সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বক্তারা ছাত্রলীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগের সংগ্রাম ও ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন। পরে জাপান ছাত্রলীগের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলো জাপান শাখা ছাত্রলীগ নেতা মো: রাইসুল রকি, সেলিম ঢালী, শিহাব শাকিল, হাফিজ শিকদার, আরাফাত চৌধুরী, কামরুল, আলমগীর, রাহিন এবং জাপান ছাত্রলীগের অন্যান্য নেতারা-কর্মীরা।