নিজস্ব প্রতিবেদক: কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত জাপানের য়োকোহামার সানকেইএন বাগানবাড়ি পরিদর্শন করেছেন জাপান বাংলাদেশ প্রেসক্লাব।
২৭ জানুয়ারি, রোববার, সকাল থেকে প্রেসক্লাবের সদস্যরা সানকেইএন বাগানবাড়ি দিনব্যাপী পরিদর্শন করেন।
রবীন্দ্রনাথ ১৯১৬ সালে প্রায় ৩ মাস জাপান সফরকালে এই সানকেইএন বাগানবাড়িতে অবস্থানকালে এর কর্ণধার হারা তোমিতারোও এর আতিথ্য গ্রহণ করেন।
কবিগুরু যে বাড়িটিতে অবস্থান করেছিলেন সেই বিধ্বস্ত বাড়িটির স্মৃতিফলকের সম্মুখে সদস্যরা স্মারক ছবি তোলেন। কবির অবস্থানকালে তিনি কীভাবে এখানে সময় অতিবাহিত করেছেন তা নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেসক্লাবের সভাপতি প্রবীর বিকাশ সরকার।
প্রেস ট্যুরে সঙ্গী হয়েছিলেন য়োকোহামাবাসী বিশিষ্ট রবীন্দ্রভক্ত শ্রীমতী ওওবা তামিকো এবং বাগানবাড়িটি ঘুরিয়ে দেখান কর্মকর্তা মি. য়োশিকাওয়া।
সফরসঙ্গী হিসেবে আরও ছিলেন, বাংলাদেশ থেকে আগত জাপান সফররত এনটিভি চিফ অফ নিউজ জহিরুল আলম, মিডিয়া ব্যক্তিত্ব বীকন গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন প্রধান মো: আনিসুর রহমান খান, মহাব্যবস্থাপক লংকা বাংলা সিকিউরিটিস কোম্পানির শাহদাৎ হোসেন এবং জাপান প্রবাসী বিশিষ্ট যোগ ব্যায়াম প্রশিক্ষক ভারতীয় নাগরিক শ্রীমতী নুপূর তিওয়ারি।
আব্দুল্লাহ আল মামুন/৩০, জানুয়ারি, ২০১৮/টোকিও জাপান