1. mdabirhossain.6894@gmail.com : Abir Hossain : Abir Hossain
  2. info@diprohor.com : admin :
  3. bappi.kusht@gmail.com : Bappi Hossain : Bappi Hossain
  4. biplob.ice@gmail.com : Md Biplob Hossain : Md Biplob Hossain
  5. mahedi988.bd@gmail.com : Mahedi Hasan : Mahedi Hasan
  6. mamunjp007@gmail.com : mamunjp007 :
  7. media.mrp24@gmail.com : এস এইচ এম মামুন : এস এইচ এম মামুন
  8. rakib.jnu.s6@gmail.com : Rakibul Islam : Rakibul Islam
  9. mdraselali95@gmail.com : Rasel Ali : Rasel Ali
  10. rockyrisul@gmail.com : Rocky Risul : Rocky Risul
  11. rouf4711@gmail.com : আব্দুর রউফ : আব্দুর রউফ
  12. sohan.acct@gmail.com : Sohanur Rahman : Sohanur Rahman
শিল্পী তৈরির কারিগরের স্মরণ সভায় নেই কোনো শিল্পী | দ্বিপ্রহর ডট কম
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

শিল্পী তৈরির কারিগরের স্মরণ সভায় নেই কোনো শিল্পী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯
  • ৯৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা, বিখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্মরণে স্মরণ সভা করেছে জাপান প্রবাসীরা। শিল্পী তৈরির কারিগরের এই স্মরণ সভায় যারা শিল্পী হয়েছেন তার তৈরি গান গেয়ে তেমন কেউই এ সময় উপস্থিত হননি।

অথচ জাপানে দুটি সাংস্কৃতিক সংগঠন যারা আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান গেয়ে শিল্পী বনে গেছেন।

রোববার বিকেলে রাজধানী টোকিওর আকাবানের একটি হলে এ স্মরণ সভার আয়োজন করেছে তারা।

স্মরণ সভার প্রথমেই বুলবুলের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বুলবুলের স্মরণে একে একে উপস্থিত সকলে বক্তব্য রাখেন।

বক্তব্যে প্রয়াত এই সংগীত পরিচালকের অভাব অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বক্তারা বলেন, ভবিষ্যতে এমন একজন গুনী ব্যক্তি বাংলাদেশে তৈরি হবে কিনা সন্দেহ। তার অপার সৃষ্টির জন্য তিনি সবার হ্রদয়ে অমর হয়ে থাকবেন বলে ব্যক্ত করেন।

এসময় মুক্তিযোদ্ধা বুলবুলের রুহের মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বুলবুলের গান গেয়ে গেয়ে যেসব শিল্পীদের পরিচিতি হয়েছে সমাজে তাদের কাওকে দেখা যায়নি স্মরণ সভাতে। এমন কি একটু শ্রদ্ধা জানিয়ে কোন ক্ষুদে বার্তা বা ভিডিও বার্তা অনুষ্ঠানে পাঠানোর প্রয়োজন বোধ করেনি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, লিডার, ম্যানেজার বা সিনিয়র শিল্পীরা। সংস্কৃতিক সংগঠনের সভাপতি বা সাথে যারা জড়িত এবং জাপান প্রবাসী সমাজে যারা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হিসেবে পরিচিতি দিতে পছন্দ করে থাকেন তাদের কাউকে স্মরণ সভাতে না দেখে বিষয়টি প্রবাসীদের ব্যাপক সমালোচনার সম্মুখীন হয় । বক্তারা বলেন , যার গান গেয়ে নিজেদের শিল্পী হিসেবে পরিচিতি পেতে চান ,তার মৃত্যুর পর তার প্রতি নুন্যতম শ্রদ্ধাবোধ দেখাতে আসবেন না , এটা মেনে নেয়া কষ্টকর । অথচ আজকের আয়োজনটি তাদেরই করা উচিত ছিল।

মুক্তিযোদ্ধা, বিখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল এর আকস্মিক মৃত্যুতে জাপান প্রবাসীরা এক স্মরণ সভার আয়োজন করে।

সম্মিলিত জাপান প্রবাসীদের ব্যানারে ২৭ জানুয়ারি ‘১৯ টোকিওর কিতা সিটি আকাবানে বুনকা সেন্টার (বিভিও) হলে আয়োজিত স্মরণ সভায় সমাজের বিভিন্ন স্তরের প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোলাম মাসুম জিকোর উপস্থাপনায় স্মরণ সভার শুরুতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।

নীরবতা পালন শেষে গোলাম মাসুম জিকোর বর্ণনা এবং সম্পাদনায় আহমেদ ইমতিয়াজ বুলবুল এর জীবনীর উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় । অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন রাহমান।

আহমেদ ইমতিয়াজ বুলবুল এর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জীবনালেখ্যে আলোচনা করেন রাহমান মনি ,তরিকুল ইসলাম, এ.কে.এম. শফিউল্লাহ শাহীন, মোঃ বিপ্লব হোসেন, পি.আর. প্লাসিড, খন্দকার আসলাম হিরা, মোঃ মাসুদুর রহমান, মোল্লা দেলোয়ার হসেন, আব্দুল্লাহ আল মামুন, আফ্রিন জাহান রশ্নি , এডভোকেট হাসিনা বেগম রেখা , পপি ঘোষ , নুর খান রনি , আবুল খায়ের , এ.জেড.এম. জালাল , নাজমুল হোসেন রতন , মীর রেজাউল করিম রেজা , মাসুদ আলম , কাজী ইনসানুল হক এবং সালেহ মোঃ আরিফ প্রমুখ ।

স্মরণ সভায় আহমেদ ইমতিয়াজ বুলবুল এর প্রতি সন্মান জানিয়ে সভায় কোন প্রধান অতিথি কিংবা সভাপতি রাখা হয়নি এবং মঞ্চে একটি খালি আসন রাখা হয়।

একই সভায় টোকিওর কিতা সিটি হিগাশি জুজো মদিনা মসজিদের পেশ ইমাম আহমেদ নজির মোহাম্মাদ এর আকস্মিক মৃত্যুতে এবং আরেক সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলির আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দ্বিপ্রহর ডট কম-২০১৭-২০২০
Theme Dwonload From ThemesBazar.Com
themebazardiprohor11