Site icon দ্বিপ্রহর ডট কম

কানেকটিকাটে ‘মোগো দেশি পিঠা উৎসব’ শনিবার

বরিশাল কমিউনিটি অব কানেকটিকাটের ‘মোগো দেশি পিঠা উৎসব’ আগামী শনিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় ম্যানচেস্টার শহরের কনকর্ডিয়া লুথার্ন চার্চে অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো এ উৎসবে কানেকটিকাটের সব প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত উৎসব চলবে। পিঠা মেলায় বাহারি শীতের পিঠার পসরা সাজিয়ে বসবে বাংলাদেশি নারীরা। শীত মৌসুমের পিঠা যেমন- নকশি পিঠা, সাজ পিঠা, নারিকেল পুলি, জামাই পিঠা, তেলের পিঠা, লবঙ্গ লতিকা, পাটিসাপটা ও মজাদার ঝালের পিঠাসহ রকমারি পিঠার দোকানের ব্যবস্থা থাকবে।

স্বাদের দিক থেকে বাড়তি বৈচিত্র্য আনতে গরম গরম সিঙ্গাড়া, পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ ও ধনেপাতার চপ প্রভৃতি প্রায় প্রতিটি দোকানেই থাকবে বলে আশা করছেন পিঠা উৎসব কমিটির অন্যতম সদস্য মীর সাব্বির আহমেদ, মোল্লা বাহাউদ্দিন পিয়াল ও নিক্সন বিশ্বাস।

উৎসবে আগত দোকানের পিঠার মান বিবেচনা করে প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র’র ব্যবস্থা থাকবে বলে কর্মকর্তারা উল্লেখ করেন। পিঠার দোকান ও প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা যোগাযোগ করুন: মেরী হাওলাদার-৮৬০-৫০২-৭৫৭৫, রুমানা আহমেদ-৮৬০-৯৯২-৪৯৬৯ ও নিরা বাহাউদ্দিন-৮৬০-২১৮-৩৯২২।

Exit mobile version